একসাথে গড়ি সুন্দর সমাজ — শিক্ষা, সেবা ও সচেতনতায়।
“আমার স্বপ্ন” একটি অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন।
আমাদের লক্ষ্য — সচেতনতা বৃদ্ধি, শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ রক্ষা।
আমার স্বপ্ন সংগঠনের প্রথম কার্যক্রম । চক্ষু শিবির ২০ শে মার্চ ২০২৪ ইং
দুর্ভাগ্যজনকভাবে পা ভেঙে যাওয়া এক ব্যক্তিকে “আমার স্বপ্ন” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থান: ফকিরপাড়া, শিপাইগঞ্জ। ১৮ অক্টোবর ২০২৪
জেলা প্রশাসক মোঃ নাহিরুজ্জামান “আমার স্বপ্ন” ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ইউএনও, এসি ল্যান্ড ও সংগঠনের সদস্যগণ।





মানবতার সেবায়, শিক্ষা, সচেতনতা ও সমাজ উন্নয়নে আমরা কাজ করি একসাথে।
সম্প্রীতি সেবায় অনন্য, মানবিকতায় আমার স্বপ্ন
অস্থায়ী কার্যালয়: প্রাইমারীগেট, হাজারীহাট, সৈয়দপুর, নীলফামারী
📞 মোবাইল: ০১৫xx-xxxxxx
✉️ ইমেইল: info@amarshopno.org
🌐 ওয়েব: www.amarshopno.org